'Outrage porn' এই টার্ম টার সাথে প্রথম পরিচিত হই Mark Manson এর 'The Subtle Art of Not Giving a F*ck' বইটিতে।
“Outrage porn”: rather than report on real stories and real issues, the media find it much easier (and more profitable) to find something mildly offensive, broadcast it to a wide audience, generate outrage, and then broadcast that outrage back across the population in a way that outrages yet another part of the population. This triggers a kind of echo of bullshit pinging back and forth between two imaginary sides, meanwhile distracting everyone from real societal problems. It’s no wonder we’re more politically polarized than ever before.” — Mark Manson
Outrage porn বা আক্রোশ মিডিয়া হল মূলত রাগ কিংবা ক্ষোভকে ব্যবহার করার জন্য ডিজাইন করা যেকোন ধরনের মিডিয়া বা বর্ণনা। এটার মূল উদ্দেশ্য অডিয়েন্স বাড়ানো বা ব্যস্ততা বাড়ানোর মাদ্ধমে ইন্টেন্স ইমোশনাল রিঅ্যাকশন ডিস্ট্রাক্ট করা। Outrage porn কে অনেক সময় outrage media বা outrage journalism ও বলা হয়ে থাকে।
“What is real is the toll that fake outrage takes. Psychologists call it the ‘narcotizing dysfunction,’ essentially that thinking and chattering about something eventually gets confused and equated with doing something about it. Of course it doesn’t—but after enough blogs and posts we delude ourselves into believing we’ve made a difference.”
“Outrage Porn: How the Need For ‘Perpetual Indignation’ Manufactures Phony Offense,” The Observer.
এখানে বেসিক্যালি বলা হয়েছে- আমরা যখন সমস্ত কিছুর উপর আমাদের ফোকাস দিয়ে ফেলি তখন আমরা আসলেই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি সম্পর্কে আমাদের কথা বলা বা শেয়ার করা দরকার সেটা আস্তে আস্তে হারিয়ে ফেলি।
এই মোমেন্ট এ গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এজেন্ডার মূল কাজ হবে আমাদের কে ফোকাস ডিস্ট্রাক্ট করানো বাই 'Outrage porn'। কিভাবে ডিস্ট্রাক্ট করবে সাইকোলজিক্যাল কিছু টার্ম আমি নিচে মেনশন করছি - একটু গুগল করলেই বুজতে পারবেন।
* Selective Attention Method
* Agenda- Setting Theory
* Media-Induced Distraction
এছাড়াও আরো অনেক রকম ভাবেই চেষ্টা করবে আমাদেরকে ডিস্ট্রাক্ট করানোর।
"Stay united and focused. Collective Strength is in unity, not in scattered attention. " - Martin Luther King Jr
সোর্স:
i .“Outrage Porn: How the Need For ‘Perpetual Indignation’ Manufactures Phony Offense,” The Observer.
ii . Outrage porn and the prescription of “strange patience”
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *