Nikli Haor, Mithamoin-Austagram Road Trip
চারপাশে যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। পানির মাঝেই সুন্দর সুন্দর বাড়িগুলো ভেসে আছে , জেলেদের মাছ ধরায় ব্যস্ততা , ছোট ছোট নৌকায় মানুষদের যাতায়াত। সব মিলিকে পুরো দৃশ্য চোখে পড়ার মতো। বাইকে ১০০ km /h এর কাছাকাছি টান দিয়ে খুবই কম সময়ের মাঝে চলে আসি অষ্টগ্রাম জিরো পয়েন্ট এ। অষ্টগ্রাম বাজার এ গিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেই। হাওর এরিয়া হিসেবে খাবার এর কোয়ালিটি এবং দাম খুবই বাজে ছিল।